Home কবিতা, রকমারি কবিতা ~ জ্যোতি ভট্টাচার্য
কবিতারকমারি

কবিতা ~ জ্যোতি ভট্টাচার্য

জ্যোতি ভট্টাচার্য

বিদায়ের বেলায় পড়ে থাকা কথা
স্মরণে রইলো বাঁধা, হৃদয়ে রইলো গাথা
জানি না কবে আর  দেখা হবে তোমার সাথে 
আবার নতুন করে হবে কথা 
মনের আঁধারে কতো কি যে দেখি 
বোঝাতে পারি না নিজেকে 
শুধু ভাবি আবার যদি দেখা হয় তোমার সনে
তখন আমি বোঝাবো তোমাকে
জীবনে কতো রং ছিলো, 
সব যেন কেমন করে হারিয়ে গেলো।
চারিদিকে তাকাই রং খুঁজে না পাই
শুধু দেখি নাই নাই।
লেখিকা পরিচিতি
 
 
 
 
 
 
 
জ্যোতি ভট্টাচার্য
 
গৃহবধূ, গল্পের বই পড়া, রান্না আর এমব্রয়ডারী করা তাঁর অন্যতম শখ।

Author

Du-কলম

Join the Conversation

    1. এই ভাবে মনের কথাগুলো সব খাতার পাতায় রেখে দিন…. ভালো থাকবেন 🙏
      এত মিষ্টি মিষ্টি সব নাতী নাতনি, আপনার ত চারপাশ ই রঙিন😊

  1. এই ভাবে মনের কথাগুলো সব খাতার পাতায় রেখে দিন…. ভালো থাকবেন 🙏
    এত মিষ্টি মিষ্টি সব নাতী নাতনি, আপনার ত চারপাশ ই রঙিন😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!