Views:
1,315
জ্যোতি ভট্টাচার্য
বিদায়ের বেলায় পড়ে থাকা কথা
স্মরণে রইলো বাঁধা, হৃদয়ে রইলো গাথা
জানি না কবে আর দেখা হবে তোমার সাথে
আবার নতুন করে হবে কথা
মনের আঁধারে কতো কি যে দেখি
বোঝাতে পারি না নিজেকে
শুধু ভাবি আবার যদি দেখা হয় তোমার সনে
তখন আমি বোঝাবো তোমাকে
জীবনে কতো রং ছিলো,
সব যেন কেমন করে হারিয়ে গেলো।
চারিদিকে তাকাই রং খুঁজে না পাই
শুধু দেখি নাই নাই।
লেখিকা পরিচিতি
খুব সুন্দর। আরোও লিখুন।
Khub bhalo likheycho
এই ভাবে মনের কথাগুলো সব খাতার পাতায় রেখে দিন…. ভালো থাকবেন 🙏
এত মিষ্টি মিষ্টি সব নাতী নাতনি, আপনার ত চারপাশ ই রঙিন😊
KHUB BHALO LAGLO
এই ভাবে মনের কথাগুলো সব খাতার পাতায় রেখে দিন…. ভালো থাকবেন 🙏
এত মিষ্টি মিষ্টি সব নাতী নাতনি, আপনার ত চারপাশ ই রঙিন😊
Sundor kintu bishadpurno lekha noi tomar hasir moto furfure mejajer lekha odhik kamyo