নতুন বছর পড়তে না পড়তেই কেটে গেলো দুটো মাস। সকলকে নমস্কার জানিয়ে নিয়ে এলাম নতুন মাসের বিষয়ভিত্তিক সম্পাদকীয়।
🔸মার্চ মাসের বিষয়
“কৃষ্ণচূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি
কেউ জানে না সে কোন কথা
মনকে আমি বলি”…..
এক সময়ের এই জনপ্রিয় গানের কলিগুলোর মধ্যে লুকিয়ে আছে প্রকৃতি রঙ আর মনের যোগাযোগের কথা। আমাদের চারপাশ যেমন ঋতু বৈচিত্র্যে সেজে ওঠে নানা রূপে, তেমনি ভালোবাসার রঙ, রাগ অনুরাগের রঙ আবার অপমানের, লজ্জ্বার বা অভিমানের রঙ দিয়ে সাজানো আমাদের মন প্রকাশ পায় নানা অনুভূতিতে, নানা অভিব্যক্তিতে। কখনো তা সুখের বা আনন্দের, কখনো দুঃখের – যা ভুলে যাওয়াই ভালো। মনের নানা রঙের গল্প থাকুক এই ফাগুন মাসের বিষয় হয়ে আপনাদের লেখা, আঁকা আর নতুন নতুন ভিডিওর মধ্যে দিয়ে। প্রত্যেক বারের মতো এই মাসেও আপনাদের সহযোগিতার অপেক্ষায় থাকলাম আমরা।
🔸লেখা পাঠানোর মেল আইডি
dukalomblog@gmail.com
🔸WhatsApp no
+91 92058 46599
আমাদের গ্রীষ্মকালীন সংখ্যা প্রকাশের সময় হয়ে এলো। শুরু হবে এবার তার প্রস্তুতি তাই আর কয়েকদিনের মধ্যেই আমরা একটি পোস্টের মধ্যে দিয়ে জানিয়ে দেবো আমাদের এইবারের গ্রীষ্মকালীন সংখ্যাটি সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য।
Du~কলম তার চলার পথে প্রতিটি ক্ষেত্রে আপনাদের সাহায্য ও সহযোগিতা পেয়ে এসেছে তার জন্যে আমরা কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। আশা করি ভবিষ্যতেও আপনারা এমন ভাবেই পাশে থাকবেন। সকলকে আসন্ন দোলযাত্রার ও হোলির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের সম্পাদকীয়। সকলে ভালো থাকবেন।
এবারের ছবিটি তুলেছে সুমনা চৌধুরী শুধুমাত্র এই মাসের সম্পাদকীয়র জন্যে।
সম্পাদকীয় বেশি ঝরঝরে এবং সাহিত্য রস রঞ্জিত। খুব সুন্দর। তার মাঝে অত্যন্ত গোপনে লুকিয়ে আছে মানবিকতার স্পর্শ। হৃদয় ছুঁয়ে যায়। ভালো থাকুন। আমরা তো আপনাদের ই অংশ। ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏