Home সম্পাদকীয় সম্পাদকীয় ~ মার্চ ২০২১
সম্পাদকীয়

সম্পাদকীয় ~ মার্চ ২০২১

নতুন মাস আর নতুন বিষয় নিয়ে উপস্থিত Du~কলমের সম্পাদকীয়।

এই ঋতুটাই এমন – বসন্ত। আবির রঙে রাঙা মাস। বাস্তব জগতের কাজ আর সংসারের হাজার চাপ সামলেও মন যেন বলে “বনে নয় মনে মোর, পাখি আজ গান গায়…” আর এই রঙিন মাসটিকে আরো রাঙিয়ে দিতে Du~ কলমের এবারের বিষয় শিল্প। তার মধ্যে হতে পারে আঁকা বা আঁকিয়ে র গল্প, অথবা ভাস্কর্য বা ভাস্করের কথা লেখা যেতে পারে আরো নানা সৃষ্টি ও স্রষ্ঠার কাহিনী।

তাহলে হাজারো কাজ সামলে লিখে ফেলুন আপনাদের চেনা জানা এমন শিল্প ও শিল্পীদের জানা অজানা নানা কথা, গল্প কবিতা বা প্রবন্ধের মধ্যে দিয়ে। আর পাঠিয়ে দিন আমাদের কাছে।

8th March আন্তর্জাতিক নারী দিবস। আচ্ছা সত্যিই কি বিশেষ দিন হিসেবে চিহ্নিত হওয়ার কি সত্যি কোনো প্রয়োজন আছে আজকের নারীর! নাকি সময় এসে গেছে সব স্তরের নারীদের সব দিনই সমান মর্যাদা পাওয়ার দিন হিসেবে উল্লেখ করবার!

আপনাদের এই সংক্রান্ত নানা মতামত বা আলোচনা আমাদের এবারের দ্বিতীয় বিষয় – “নারী দিবস”।

পাঠাতে পারেন আমাদের মেইল

dukalomblog@gmail.com

অথবা Whatsapp করতে পারেন নিম্নলিখিত নম্বরদুটিতে।

9810828989

9830879398

এ দুটি বিষয় ছাড়াও রয়েছে নিয়মিত বিভাগ। গল্প, অণু গল্প, প্রবন্ধ, কবিতা ও নানারকম আঁকা ও ভিডিওর অপেক্ষায় থাকলাম আমরা টীম Du~কলম। আপনাদের সহযোগিতা আমাদের চলার পাথেয়।

সম্পাদকীয় শেষ করবার আগে জানাই বিশেষ কৃতজ্ঞতা। আমাদের সদস্য সংখ্যা এখন ৯০১। একবছর হওয়ার এক মাস আগে Du~কলম কে ভালবেসে এবং তার পাশে থেকে ৯০০ সদস্য সংখ্যায় পৌঁছে দেওয়ার কৃতিত্ব আপনাদের।

আপনাদের শুভকামনায় আর like, share এবং comment এর মধ্যে দিয়ে আমরা যেন শীঘ্রই ১০০০ সদস্য সংখ্যায় পৌঁছতে পারি এমন আশা নিয়ে শেষ করলাম এবারের সম্পাদকীয়।

সুদেষ্ণা মিত্র

 

 

 

সুদেষ্ণা মিত্র

এডিটর, Du~কলম

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!