Home সম্পাদকীয় সম্পাদকীয় ~ ফেব্রুয়ারী ২০২১
সম্পাদকীয়

সম্পাদকীয় ~ ফেব্রুয়ারী ২০২১

ফেব্রুয়ারি মাস শীতের বিদায় আর বসন্তের শুরু। মন এমনিতেই শিমুল পলাশ রঙে রঙীন। তার মধ্যেই ভ্যাকসিন শুরু হওয়ার উত্তেজনা বোধহয় অতিমারীর ভয়কে অনেকটাই দমিয়ে ফেলে সকলের মনকে সজীব করে তুলেছে নতুন ছন্দে।

ঠিক এমন এক মুহূর্তে সদস্য সংখ্যা ৮৫৯ আর ব্লগ ভিউয়ারস নিয়ে আরো এক নতুন মাসের সম্পাদকীয় নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম কিছু বলবার তাগিদে।

চিরকালীন সেই গানের কলি “একে তো ফাগুন মাস দারুণ এ সময়” – কখনো না কখনো মনে পড়ে বৈকি! বিশেষ করে বাঙালীর ভ্যালেন্টাইনস ডে সরস্বতী পূজা অথবা আধুনিক জীবনে অভ্যস্ত ১৪ ই ফেব্রুয়ারি দিনগুলিতে।

আচ্ছা! কেমন হয় বলুন তো! যদি আমরা এই বসন্তে আমাদের ম্যাগাজিনের বিষয় রাখি একটু অন্যরকম ভালোবাসার অথবা শ্রদ্ধার অথবা বন্ধুত্বের চিরকালীন সম্পর্কগুলোকে নিয়ে। হতে পারে তা বাবা মা অথবা সন্তানের, ভাই বোন অথবা দিদি বোনের। হতেই পারে তা দুই বা অধিক বন্ধুদের, কিংবা শুধুই প্রেরণাদাতা অথবা দাত্রীর।

লিখে ফেলুন তাহলে আপনাদের এমন কিছু সুন্দর চিরকালীন সম্পর্কের গল্প আর পাঠিয়ে দিন আমাদের মেইল আইডি তে। অথবা Whatsapp করে দিন এই ফোননম্বরগুলিতে।

এছাড়া ভিডিও, আঁকা, ছবির নিয়মিত বিভাগেও সবসময়ে আপনাদের সহযোগিতার জন্যে আমাদের অনুরোধ সবসময়েই থাকবে। আর আপনারা তা পূরণও করে দেবেন সে আশাও রাখি।

আরো একটি কথা আর কয়েকদিনের মধ্যেই আপনাদের জানতে পারবো আমাদের প্রিন্টিং ম্যাগাজিনের খবর। যা প্রকাশিত হচ্ছে ১৪ ই এপ্রিল। যাতে লেখা পাঠানোর শেষ তারিখ ৫ই ফেব্রুয়ারি।

সম্পাদকীয় শেষ করবার আগে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা টীম Du~কলমের পক্ষ থেকে সবসময় পাশে থাকার জন্যে এবং নানারকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যে।

 

 

 

সুদেষ্ণা মিত্র

এডিটর, Du~কলম

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!