Home কবিতা, রকমারি এ কোন সময়?
কবিতারকমারি

এ কোন সময়?

অভিজিৎ মুখোপাধ্যায়

তার সূর্যমুখীর রঙ বদলায়

ভালোবাসারা সব ঝরে পড়ে যায়।

কানকাটা ভ্যান গগ্‌

বহু নক্ষত্রের ওপারে

একা জেগে রয়।

অসহায়, এ কোন সময়?

 

চোখ থেকে স্বপ্ন আর

বুক থেকে হাত সরে সরে যায়

তাই পাবলো নেরুদাকে

এরা পণ্য বানায়।

মুক্তো ফেলে দুই হাতে

শুধু ঝিনুক কুড়ায়।

নিদারুণ, এ কোন সময়?

 

রবীন্দ্রনাথ তুমিও পাওনি ছাড়া

প্রেম আজ অনিকেত,

কবিতারা আত্মাহীন শব্দসমষ্টি

চমৎকৃত করে, ছুঁয়ে থাকে না।

লাবণ্যহীন হাত লিভার দাবায়

লিভারেজ পাওয়ার আশায়।

শেষের কবিতার

এই কি শেষ সময়?

 

(বিজয়া দশমী, ১৪২২)

লেখক পরিচিতি

Abhijit Mukhopadhyay was born in Patna and brought up in Kolkata. He is a Fellow member of the Institute of Chartered Accountants of India and got a post graduate degree in Commerce and a diploma in Management. He is passionate about travelling and travelled across the length and breadth of India. He has also extensively toured all five continents of Asia, Africa, Australia, Europe and Latin America for professional and as well as personal reasons.

Primarily he writes in his native language Bengali but occasionally also contributes to English blogs online. His stories and poems have been published in many printed magazines in Noida and Delhi. Mr. Mukhopadhyay’s travel stories have also been published by “SANANDA” and “DESH” Patrika from Kolkata. He is a concurrent resident of both Delhi and Kolkata.”

Author

Du-কলম

Join the Conversation

  1. আপনার কবিতার প্রশংসনীয়। খুব ভালো লেগেছে। আপনার কবিত্ব শক্তির তারিফ করি। সাড়ে চার বছর আগে লেখা কবিতা আজকের সময় এত প্রাসঙ্গিক ! শুভেচ্ছা সহ সৌম্যেন মিত্র 7.7.20

  2. বেশ ভালো লাগলো, থিমটা যুগোপযোগী। বেশি কবিতা পড়িনা, কেমন হলে কবিতার উৎকর্ষ প্রমাণিত হয় তাও জানিনা। তাই বিশেষ মন্তব্য করতে পারলাম না।

  3. Thoughtful ,inquisitive, creative ,meaningful .A great work! An inspiration for our young generation.

  4. দাদা আপনার লেখা নিয়ে মন্তব্য করার যোগ্যতা আমার নেই তবুও বলি অসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!