Home বিবিধ, গল্প বাস স্ট্যান্ড
বিবিধগল্প

বাস স্ট্যান্ড

পাপড়ি দত্ত


মাথায় ছাতা, দাঁড়িয়ে ছিলাম বাস স্ট্যান্ডে।

দমকা হাওয়া এসে ছাতাটাকে ফেলে দিল সামনের নর্দমায়। মাথাটা ঝিম ধরলো। ছাতা নেব? লাইন থেকে এক পা সরে গেলেই তো হবে কথার ফুলঝুরি, কান বন্ধ করতে হবে।

এসে গেল দুটো বাস। চলেও গেলো।

আমি দেখে নিয়েছি বাসের দুটো নম্বর একই, পাশে লেখা ছিল ১ আর ২,আমার কোনো প্রয়োজন ছিল না। কিছু লোক কমে গেলো, লাইন থেকে বেরোলাম ছাতাটা নিয়ে আবার লাইনে যথা স্থানে। আমরা চারজন ছিলাম।

হাওয়ার গতি তখনও থামেনি। একই রকম আছে।

আমরা চারজন এক এক রকমের। সবাই আমরা উদ্বিগ্ন।

আমি যাচ্ছি কলেজে পরীক্ষা দিতে।আমার সামনে যিনি দাঁড়িয়ে তিনি যাচ্ছেন হসপিটালে এক আত্মীয়কে দেখতে। আমার পেছনের ভদ্রলোক টি মনে হয় যাচ্ছেন কোনো রেস কোর্সে, কারণ উনি বার বার একই কথা বলছেন, “আর কত দেরি? আমার ঘোড়া অপেক্ষা করছে”।

শেষে যিনি দাঁড়িয়ে তিনি মাঝবয়সী টার্জন যুবক। বুঝিয়ে দিলেন তিনি নাকি কুস্তি লড়তে যাচ্ছেন। আমরা এমন ভাব জমিয়ে ফেলেছিলাম যে, পরবর্তী জীবনে কিছু বছর আমাদের একে ওপরের বাড়িতে যাওয়া আসা ছিল।

কারণ একটাই ছিল,আমরা চারজন একই বাসের যাত্রী ছিলাম আর সেদিন আমাদের বাসটা অনেক দেরী করেছিল আসতে। যে সময় আমরা চারজন পেয়েছিলাম নিজেদের কথা, নাম, ঠিকানা আদান প্রদান করেছিলাম লাইনে দাঁড়িয়ে। মাঝে কিছু বছর আমরা চারজন খুব একটা যোগাযোগ রাখতে পারিনি তবে স্মৃতির পাতায় আমরা একে অপরকে মনে রেখেছিলাম।

গত সপ্তাহে হঠাৎ একটা চিঠি এলো আমার কাছে, খামের ওপরে নাম দেখেই বুঝতে পেরেছি কে দিয়েছে চিঠি। কাল ফোনও করেছিল; অনেক কথা হলো।

টার্জন যুবক লিখেছে ওরা একটা হোম তৈরী করেছে নাম দিয়েছে “আনন্দ”, একটি বিশেষ দিনে উদ্বোধন দিবস পালন হবে, আমাকে উদ্বোধনী গান গাইতে হবে। আমি এখন ৪৫বছরের এক গৃহিণী। চলে গেলাম। আমরা চারজন ছিলাম আর ছিল অন্য অতিথিগণ। গান গাইলাম রবিঠাকুরের গান “গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি”। সুন্দর একটা সন্ধ্যার আনন্দ উপলব্ধি হলো।

 আবার নূতন করে নিজেদের পেয়ে আমরা সবাই আনন্দে  আত্মহারা হয়ে আগামীদিনের অপেক্ষায় থাকলাম। তিনজনের এই কর্মকাণ্ডে  আমাকেও ওরা যুক্ত করলো আমাকে নির্দিষ্ট দিন ঠিক করে দিলো আমি যেন সেই দিনগুলোতে ওখানে উপস্থিত থেকে  গানে গানে ভরিয়ে রাখি চারিদিক। আমি খুশি ওরাও আনন্দে মেতে উঠলো। অদ্ভুত এক আত্ম পরিচয় আত্মসুখ খুঁজে পেলাম।


Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!