Views:
977
অনুরাধা মুখার্জী
Brabourne-এর তিন মেয়ে
এই তো সেদিন যেতো
গড়িয়াহাট দিয়ে;
অনুরাধা, অনুভা আর শুভা
এই তিনের পদচারণায়
সত্যি বলছি,
চতুর্দিকে ছড়িয়ে যেত
সোনারঙের আভা।
পাশ দিয়ে যত যেত পথচারী,
একবার মুখ তুলে দেখতোই ওদের
একথা বলতে পারি।
মোড়ে যারা দাঁড়াত কিছু
ফচকে ছেলে,
দেখে দেখে ওদের, নাম দিয়েছিল
Three Musketeers.
যখনই সামনে দিয়ে যেত ওরা,
সত্যি বলছি,
ফচকেদের সেকি উচ্ছ্বাস ।
প্রচন্ড বর্ষায়, তিনমূর্তি উঠে যেত
কলেজগামী বাসে।
আধখানা বাস জলে ডুবে
ওরাও আসতো ফিরে;
এ ওর ঘাড়ে পড়ে,
হেসে হেসে।
আজ যখন কিছু ভাল লাগে না;
মনে আসে দুরন্ত সব ভাবনা,
মনে করি, মনে করি, মনে করি
থেমে যায় যদি আজকের কান্না।
লেখিকা পরিচিতি
Beautiful !!!