Views:
1,129
সুযাত্র ভট্টাচার্য
ধোনির মতোই লড়তে না হয়
বুক চিতিয়ে ছয় মেরে!
সুশান্ত তোমার দরাজ হাসি
চললো কোথায় ঘর ছেড়ে?
রাজপুতানার বীরগাথা তো
তোমার আমার সব জানা,
সুশান্ত তোমার কষ্টগুলো
সত্যি ছিল হার মানার?
বুদ্ধি মেধা তুচ্ছ করে
জীবন দিয়ে গড়ছ শোক,
সুশান্ত তোমার যাবার পথে
কেউ তো ভালো বন্ধু হোক!
লেখক পরিচিতি
ভারি সুন্দর লেখা। সত্যিকারের বন্ধুর বড়ই প্রয়োজন। মন ছুঁয়ে গেল।
অসাধারণ!
খুউউউউব ভালো লিখেছিস।