Home কবিতা, রকমারি বেলা শেষের গান
কবিতারকমারি

বেলা শেষের গান

 

মধুশ্রী দাস

 

টুপ করে ঝরে যাবে দুপুর
নদীর বুকে শুকনো জলের দাগ,
সেই নদীটাই বইতো সিঁড়ির নিচে
সে সব না হয় বাক্স বন্দী থাক।

 

শেষ বিকেলে শ্যাওলা ধরা ইঁটে
চোখ রেখেছি, সঙ্গী চায়ের কাপ,
সেই নদীতে ডুব দিয়েছি কতো
এখন আমার শরীরে উত্তাপ।

 

রচয়িতা পরিচিতি

মধুশ্রী দাস।

 

একটি স্কুলের বাংলা শিক্ষিকা। গানে, গল্পে, কবিতায় যাদের মুক্তি, আমি তাদেরই একজন। সবচেয়ে বেশী যা আমায় আনন্দ দেয়, তা হলো রঙ। তাই চারপাশের মানুষদের মধ্যে সবচেয়ে সুন্দর রংটা খুঁজে নিতে বড় ভালো লাগে।

Author

Du-কলম

Join the Conversation

  1. Khub sundar hoyche…
    Kobita Sesh holo kintu apnar lekha guli aro podte ichche korche.
    Opekhai roilam next kobitar…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!