Views:
1,371
দীপ্র ভট্টাচার্য
আজ সবাই মিলে চলো
একটু অন্যরকম ভাবি,
বাড়িতে থাকো, সুস্থ থাকো,
এটাই শুধু দাবি।
দরজার তালায় মরচে পড়ুক,
চাবিকে দিওনা দোষ,
শহরজুড়ে চোখ রাঙানো
মারণ রক্তরোষ।
সময় মাপে বিগবেন,
নিঃস্ব রাজপথ আজ।
হোক না যতই অগোছালো,
ঘরেতেই করো কাজ।
স্পর্শ এখন অভিমানী,
অনুভূতিরা নির্জন।
মনখারাপের মেঘ করেছে,
ত্রস্ত জনগণ।
একলা ছাদে ঘুড়ি ওড়ায়
বিষন্নতার উৎসব,
অসহায় মৃত্যুমিছিলে
মুঠোফোনেই কলরব।
ভয়ে ত্রাসে সস্তা এখন
অভিযোগের বাজারদর,
নিয়ম খোঁজে পথের ফাটল
ধাপার মাঠে স্বয়ম্বর।
আতশকাঁচে ক্লান্ত রোদ
রক্তাক্ত আজ আয়না,
ব্যর্থ মেঘে মুখ ঢেকেছে
প্রতিবাদের বায়না।
তাই এড়িয়ে চলো জনজীবন,
নিজেকে করো ব্রাত্য,
তাই ছুঁড়ে ফেলো স্পর্শসুখের
ঠুনকো আভিজাত্য।
কুয়াশা হলেও মনের মাঝে
ইচ্ছে দোকান সাজে,
অবসাদের ঈশান কোণে
বিষাণভেরী বাজে,
আলতো হাতে আলগোছে
সরিয়ে অসুখের চুল,
অন্ধকারের জ্যোৎস্না আলোয়
আবারও ফুটবে ফুল ।।
লেখক পরিচিতি
বর্তমান সমযের এক কঠিন সত্যকে খুব সহজ ভাষায় বলা। এক কথায় অসাধারণ !!
Kabibar Dipra ..khub i bodhgomya bhashai kabita ti likhe amader anondo pradan korechen..Dhonyobad apnake..amader moto.pathakra ektu anondo.pai.
সহজ সরল ভাষায় কত সুন্দর করে মনের ভাব প্রকাশ পেল !! খুব ভালো লাগলো।আরো এরকম লেখার অপেক্ষায় থাকলাম।
বাঃ। খুব ভালো লাগলো।
khub prasongik.. sundor lekhoni