কলমে- কাকলি মুখার্জি
ইচ্ছে হলো, হঠাৎ করেই কলম ধরি……
শব্দগুলো সাজিয়ে নিয়ে ভাবনা গড়ি……
মন খারাপের বিকেলগুলোয় একলা ছাদে …..
জমতে থাকা কষ্টগুলো গুমড়ে কাঁদে……
লিখতে গেলেই হারিয়ে ফেলি মনের ভাষা……
আজ কবিতা এলোমেলো ছন্দে ঠাসা ……
তবুও কবি লিখতে থাকে আপন মনে……
নতুন কিছু সৃষ্টি যে তার প্রহর গোনে ……