Views:
1,752
অপর্ণা মুখার্জী
কবিতা ~ ১
বর্ষা ছিলে তুমি বাদলের কোণে লুকিয়ে
এলে নদীর বুকে ঝাপিয়ে
তুমি বোধহয় সব দেশে একই রূপে সাজো
বলতে পারো তুমি কেন এত কাঁদো?
সেই শেষ কথাটি ভেজা রাস্তায় দাঁড়িয়ে পেল না যে প্রতিশ্রুতি
আজও কি তাই বয়ে চলেছো তার স্মৃতি?
কবিতা ~ ২
পথের ধারে রাশি রাশি গাছের সারি
মাঝখানে দুরন্ত গতিতে ছুটে চলেছে বহু গাড়ি
কেউ যায় উত্তর তো কেউ যায় দক্ষিণ
লক্ষ্য বোঝা কঠিন
দিনের শেষে সন্ধ্যা নেমে আসে
অম্বর পানে রক্তিম আলো ভাসে
ক্লান্ত হয়ে বলে, আজকের দিনটি ছিলো বড়ই ভারী
কবিতা ~ ৩
অতীত তুমি পাশে থেকো
তোমার সাথে জড়িয়ে আছে অনেক কথা অনেক ব্যথা
রোজকার ব্যস্ত জীবনে তারা আজও করে আনাগোনা
কেউ দেয় সাহস, তো কেউ দেয় প্রেরণা
পেয়েছি সময়ের সাথে মানুষের পরিচয়
কেটেছে অনেক দ্বিধা, সংকট ও সংশয়
অতীত তুমি যে একই আছো
নীরবে মনের কোণে
কখনো মুখে আনো হাসি
কখনো অশ্রুবিন্দু চোখের কোণে
লেখিকা পরিচিতি
Durdaanto Aparna .keep it up
অপূর্ব !! মন ভরে গেলো।
Bhalo laglo,jeno nijer katha
কি ভালো লাগল রে ..
মনের খুশিমতো দু-কলম লেখার মধ্য দিয়ে কদম কদম এগিয়ে চলো।অভিনন্দন।
Hidden talent……❤️
মনের খুশিমতো দু-কলম লিখে কদম কদম এগিয়ে চলো। অভিনন্দন।
Khub bhalo hoyeche….