কোনোকালে এক শহরকে,
তুমি দেখিয়েছ পথ।
ভারতের মুখ করেছো তুমি তারার চেয়েও উজ্জ্বল।
কখনও ভাবেনি বাঙালীর হাতেও আসবে অস্কার,
তুমি দেখলে বাঙালীর স্বপ্নে নেই কোন হার
বাঙালী ছেলেরা ইংরাজি পরে,
বাংলা ভুলেছে তারা,
তবু ফেলুদার গল্পে তাদের
গায়ে দেয় কাঁটা।
শঙ্কু তাদের প্রশ্ন শেখালো,
দুর্গা ভালবাসা…
মনে আমাদের রইলো ভরা
গুগাবাবা।
রেখে গেলে হাজার প্রেরনা, হাজার সম্মান
তোমার চলচিত্র আজ বাঙালির মান।
Image Courtesy: Twitter/Rajiv Menon