কবিতা

মন

আশীষ দাস


 

 

জানি একদিন চলে যেতে হবে এ ভুবন ছেড়ে
তবুও আমি রেখে যেতে চাই স্মৃতিপটে একখানি গান।
মন রয়ে যাবে, দেহখানি চলে যাবে, এ কোল ছেড়ে
ছোট তোমার আঙুলগুলি ধরে গুটি গুটি পায়ে,
ধূলার উপর দিয়ে উড়িয়ে দাও তোমার অন্তর স্মৃতিগুলি।
চেয়ে দেখ তোমার ওই চঞ্চল হাওয়ার মতো,
মত্ত হয়ে ভুবনপারে, উন্মত্ত হয়ে এলোমেলো করে দেয়
মন মাতানো মনের স্পর্শগুলি।
কত ফুলের সনে করেছি তুলনা তোমায়
ফুলের গন্ধগুলি স্মৃতি হয়ে রয়ে গেছে অন্তর মাঝে,
ছাড়িতে পারিনি তোমায় অন্তর হতে
ছেড়েছি কেবল বাহির, এ অমোঘ নিয়মে গাঁথা মালা,
কেমনে এ মুক্ত মালা, আলিঙ্গন করি মুক্তির।
হে মন ত্যাগিছো মোর শরীরখানি, হৃদয়খানি নয়।
মোর হাতখানি ধরো শক্ত হৃদয়ে।
জুড়াবে মোর এ ধরিত্রীর জ্বালা,
শান্ত হবে আজই এ মৃত্তিকা পানে চাহিয়া।
গড়িব আজই নবপল্লবের গাঁথা মালা
জুড়াবে আজই সর্ব জ্বালা, এ বিশ্বালয়ে।
হাহাকার করে চলেছে কত শত মন,
অভিশপ্ত করেছে একে অন্যেরে,
তবু মুক্ত মালা পরিতে নারে।।

 

(রচনাকাল: ২৫/১০/২০১৮)


আশীষ দাস

 

(মোটরগাড়ি ও সাহিত্যচর্চা – ছোটবেলা থেকেই আশীষ দাসের আকর্ষণ এই সম্পূর্ণ বিপরীতমুখী দুই বিষয়ে। বড় হয়ে পেশাগতভাবে মোটরগাড়ি শিল্পে থাকলেও, সাহিত্যচর্চাও যথারীতি বজায় আছে।)


 

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!