আরাধনা চট্টোপাধ্যায় বাংলা নিয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনায় ব্যস্ত থাকলেও ভালবাসেন নিজের আঁকা, গান আর নানা শিল্পকর্মের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে।
উৎসবের মাসটিতে তিনি তাঁর চারটি আঁকার মধ্যে তিনটিতে এঁকেছেন মায়ের রূপ। যা আমরা খুঁজে পাই আমাদের আশেপাশের সব মায়ের মাঝে, দেখতে পাই ছুটে দৌড়ে সংসার আর বাইরে সামলানো সব মেয়েদের মাঝে। তিনি দেখিয়েছেন সব নারীর মাঝে আছে দেবী সত্ত্বা, কিংবা দেবীর মুখে প্রফিলিত নারীর প্রতিচ্ছবি।
এরপর আরাধনার আঁকায় স্থান পেয়েছেন সিদ্ধিদাতা। যিনি তাঁর মা পার্বতীর অত্যন্ত স্নেহের।
Join the Conversation
সবগুলো ছবিই খুব সুন্দর। আরও দেখার অপেক্ষায় থাকলাম।
সবগুলো ছবিই খুব সুন্দর। আরও দেখার অপেক্ষায় থাকলাম।