Home বিবিধ, প্রবন্ধ “গান যেন মোর মর্মে লাগে….”
বিবিধপ্রবন্ধ

“গান যেন মোর মর্মে লাগে….”

জয়শ্রী বোস


।। প্রথম পর্ব ।।

“রাঙিয়ে দিয়ে যাও যাও, যাও গো এবার যাবার আগে”—-অদ্ভুত রোমাঞ্চ এই গানটির প্রতিটি কথায়। আমরা চার ভাইবোন ও বাবা, মা ছাড়াও পিসতুতো দাদা বৌদিরা আর পাড়ার দু একজন মিলে দোলের দিন গুরুজনদের পায়ে আবীর দিয়ে দোলখেলা শুরু হোতো। খেলার শেষে আবীর মাখা অবস্থায় বাড়ীর বড়রা মিষ্টিমুখ করে বসাতো গানের আসর। সব ধরনের গান গাওয়া হতো। আমার ভালো লাগতো রবীন্দ্রসংগীত। অপেক্ষা করতাম কখন শুরু হবে “ওরে গৃহবাসী”। কেমন মনে হতো এই গান ছাড়া দোলখেলা অসম্পূর্ণ। একটু বড় হয়ে সুর মেলাতাম আমরা ছোটোরাও। মন ভরে থাকতো “রাঙিয়ে দিয়ে যাও যাও” এই গানটিতে। বসন্তের বিদায়ের সুর বোঝার মতো বয়েস তখনোও হয়নি, তাই এই গান আমার কাছে ছিলো এক মিলনের গান।

ছোটো থেকেই প্রায় প্রতি রবিবারই আমাদের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতার চর্চা প্রায় নিয়মমাফিক বিষয় হয়ে উঠেছিলো। আমরা চার ভাইবোন বাবার কাছে কবিগুরুর বিভিন্ন রচনা, গান বা কবিতা সংক্রান্ত নানা আলোচনা শুনতাম। সেই ছোটো বয়স থেকেই কবিগুরুর লেখার প্রতি মুগ্ধতা জন্মায়। আমি আর আমার ভাই গান শিখতাম। গানের প্রতি ভালোবাসা সেখান থেকেই শুরু। দেবব্রত বিশ্বাসের গানের প্রতি অদ্ভুত এক দূর্বলতা ছিলো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রবীন্দ্রসংগীত আমার আবেগের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলো।

আমাদের বাড়িটা ছিলো তিনতলা। মনে আছে আমরা তিন ভাইবোন, ছোটো বোন সবার ছোটো—-তাই ও সবসময় থাকতো না ; মাঝে মাঝেই তিনতলায় চলে যেতাম বাবার বইয়ের ভাণ্ডার থেকে বই নিয়ে পড়বার জন্য। এমন কতবার হয়েছে আমরা গীতবিতান নিয়ে “গান গান” খেলছি। কাঁচের শার্সিতে বিকেলের নিভে যাওয়া রোদ দেখতে দেখতে গুনগুনিয়ে উঠেছি “গোধুলি গগনে মেঘে”। তখন মানে হয়তো বুঝিনি শুধুমাত্র সুরের ছোঁয়াতেই গোধূলিবেলা উপভোগ করেছি। এমনই অনেক গান, কিশোরী আমাকে ছুঁয়ে গেছে মনের নানা অনুভূতিতে। তাদের মধ্যে অন‍্যতম “আকাশ ভরা”, “পুরানো সেই দিনের কথা “এবং “কি গাব আমি কি শুনাবো” ইত‍্যাদি।

আমাদের সময়ে, তা প্রায় আজ থেকে পঞ্চাশবছর আগে; মেয়েদের পড়াশোনার পাঠ মেটার পর একমাত্র অবলম্বন ছিলো শ্বশুরবাড়ি এবং স্বামী ও সংসার। আমার বাড়িও সেই মতাদর্শেই বিশ্বাস করতো। তাই আমার বিয়ে ঠিক হয়ে গেলো। মনে নানা আশঙ্কা বিয়ে নিয়ে, যার মধ্যে সবথেকে বড় ছিলো আমার স্বামী রবীন্দ্র অনুরাগী কিনা!

আজ এই পর্যন্ত। কথা বাকী রইলো পরের বারের জন্যে।


দ্বিতীয় পর্ব

শেষ পর্ব



জয়শ্রী বোস

গৃহবধূ। রান্না আর বইপড়া অন‍্যতম শখ। গান শোনা হলো ভালোবাসা।

 

 

 


 

Author

Du-কলম

Join the Conversation

  1. খুব সুন্দর। দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!