সুপ্ত মনের ইচ্ছেগুলো
চুপটি করে মাঝরাতে
চাঁদনি রাতের জ্যোৎস্না মেখে
স্বপ্ন জাগায় দুই চোখে।
কাজল মাখা নিকষ কালো
অনেক আঁধার অল্প আলো
পাতা ঝরার শব্দ নিয়ে
স্বপ্ন আসে রঙ মেখে
আধবোজা ওই দুই চোখে।
গালের টোলে বেয়ে আসা
আঁখির জলের কয়েক ফোঁটা
জমায় যে ভীড় আপন মনে
চাঁদের পানে চেয়ে
স্বপ্ন আসে মিষ্টি হেসে
আধবোজা ওই দুই চোখে।
মিষ্টি হাসির দূষ্টুমি আর
বাঁধ না মানা ইচ্ছে
দস্যিপানার অবোধ আদর
নগ্ন গায়ে প্রেমের চাদর
ঘুম ভাঙলেই মিথ্যে
স্বপ্ন আসে মিথ্যে নিয়ে
আধবোজা ওই দুই চোখে।
ভীষণ সুন্দর! মন ছুঁয়ে গেলো।