Home সাহিত্য ও সংস্কৃতি Du~কলম : নান্দনিক সৌন্দর্যের চিন্তাভূমি
সাহিত্য ও সংস্কৃতি

Du~কলম : নান্দনিক সৌন্দর্যের চিন্তাভূমি

বাংলাদেশের কবি ও “জলধি” পত্রিকার সম্পাদক নাহিদা আশরফীর সঙ্গে আলাপ লেখক শ্রী অলোক মুখোপাধ্যায়ের সৌজন্যে। অলোকদা ও বৌদির আতিথেয়তায় Du~কলমের পক্ষ থেকে সুমনা চৌধুরী ও সুলগ্না রায় কবির সঙ্গে দেখা করে আলাপচারিতার পর নাহিদা আশরফীর হাতে Du~কলম তৃতীয় সংখ্যাটি তুলে দিতে সক্ষম হয়।

কবির আমাদের তৃতীয় সংখ্যাটি ভালো লাগে এবং তাঁরই উদ্যোগে ও উৎসাহে বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম বিশিষ্ট কবি এমরান হাসান Du~কলমের একটি অপূর্ব সুন্দর পর্যালোচনা লিখে পাঠিয়েছেন। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কবি এমরান হাসান ও নাহিদা আশরফীকে বাংলাদেশের পত্রিকায় Du কলম কে প্রকাশ করবার জন্য।

মুদ্রণজনিত ত্রুটি মার্জনা করবেন, এই আশা রাখি।

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!