রচনা : সোমনাথ সাহা (AP)
বিবর্ণ কালো রাত,
তারারাও নিরুদ্দেশ।
একাকী ছাদে আমি,
হাতে জ্বলন্ত সিগারেট।
ঘোলাটে ধোঁয়া সম্মুখে আর
পোড়া নিকোটিনের গন্ধ;
চেনা অচেনার এই কালো রাতে,
মন আর মতির দ্বন্দ্ব।
তুমি ছিলে তাই আগুন জ্বলেনি,
তারারাও ছিল আকাশে।
তুমি নেই দেখে অভিমানী মেঘ,
ঘিরে মোর চারপাশে।
ভেজাতে আমায় বৃষ্টির চাদরে,
ঘন ঘন মেঘ গর্জায়।
কি পাবে আমায় দারুণ ভিজিয়ে,
আমি নিঃস্ব আমি অসহায়।
জীবনের সব সত্যিগুলো,
আজ ভীষণ রকম মিথ্যে।
অযথা তুমি দেখাচ্ছো ভয়,
আমিও যে চাই ভিজতে।।