মেঘ গর্জনে
কাঁপছে ধরাতল,
ক্রোধে নৃপতি,
বলছে উমা
আসছি ধরাতলে
অনেক আশা।
শিউলি ফোটে
কমলার আভায়
মিষ্টি সুবাসে,
কুসুম বনে
বিজুলি চমকায়,
জাগ্রত দ্বারে।
শরতের ভোর
সূর্য ঈশান কোণে
শীতল স্পর্শে,
অস্ত্র ধারিনী
দশভূজা দেবীর
আগমনীতে।
গানের সুরে
মাতলো রে ভুবন
আনন্দ যজ্ঞে ,
আলোর বেণু
বাজল প্রভাতের
মহালয়াতে।।