কবিতারকমারি

জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়


বৃষ্টি হলে ফুল ফোটে
বৃষ্টি হলে ফুল ঝরে যায়
যে যেমন করে ভালবেসে
বৃষ্টি তাকে ততটা ভেজায়।
যত মেঘ জমেছিল বুকে
অরণ্য বা সমুদ্রের তীরে
যত কথা জমেছিল মুখে
বৃষ্টি হয়ে তারা এলো ফিরে
ফুলগুলি ঝরে পড়ে ঘাসে
অন্ধকার নেমে আসে ঘরে
যে যেমন করে ভালবেসে
তার বুকে তত মেঘ করে….

~ জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়


জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়

জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় পেশায় একজন I.A.S. অফিসার, কিন্তু নেশায় নাট্যকার। কলেজ জীবনে কবিতা দিয়েই সাহিত্য চর্চা শুরু। এখনও কবিতা লেখেন মাঝে মাঝে। বর্তমানে কলকাতার উল্লেখযোগ্য নাট্যকার ও পরিচালক।

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!