বিশ্বজিৎ সেনগুপ্ত
এখন ফুলেদের সাথেই আমার স্বচ্ছন্দ সকাল
ওদের সাথেই কেটে যাচ্ছে বেশ সকাল পেরিয়ে অবসরের প্রতিটা বিকাল…
না ছুঁলেও কাঁটা দেওয়ার নাগরিক স্বভাব পরেনি বলে
বাড়িয়ে চলেছি গোলাপের টব
ছাদে আজ নিত্য যাতায়াতে টবে টবে গাছের সংসার
ফুল কী ভোলাতে পারে সব নাগরিক অভাব!
তবু অহেতুক কাঁটাজাত ক্ষত থেকে সরে যেতে
ফুলের সাথেই বেঁধেছে ঘর আমার নিভৃত স্বভাব।
@শ্রীসেন