কলমে – কাকলি মুখার্জি
ভালোবাসা যদি মরে যায়, এ জীবন হবে নিষ্প্রাণ …..
যেটুকু পেয়েছ স্বাভাবিকভাবে, থেকে যাও সন্তুষ্ট……
অকারণে যদি পেতে চাও কিছু, বিধাতা হবে যে রুষ্ট……
হাসিমুখে যদি মেনে নাও, তবে সুন্দর হবে মন ……
পৃথিবীর দান, স্বর্গ সমান, আছো তুমি যতক্ষণ……