Home সামাজিক, গল্প উইমেন্স্‌ ডে
সামাজিকগল্প

উইমেন্স্‌ ডে

জয়তী ধর (পাল)

“এবার খাবারের প্যাকেটগুলো সবাইকে হাতে হাতে দিয়ে দে রুমি। রাত ন’টা বাজে … সবাইকে বাড়ি ফিরতে হবে” – চূর্ণীর ডাকে এগিয়ে আসে রুমি আর পূর্বিতা। চূর্ণীর স্বামী দিল্লি, ছেলে বাঙ্গালোরে। চূর্ণী এখন এই ফ্ল্যাটে একাই আছে, তাই ওদের সাতজনের মহিলাবাহিনীর নারীদিবসের বিশেষ পার্টির আয়োজন এই ফ্ল্যাটেই করা হয়েছে। সবাই খুব মজা করেছে। শুধু তৃষা আসতে পারেনি, ওর শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। পুরুষ বিবর্জিত এই পার্টিতে চূর্ণী, রুমি, পূর্বিতা, ইন্দ্রাণী, শালিনী, শম্পা … সবাই গেয়েছে, নেচেছে, আড্ডা দিয়েছে … আজকের সন্ধ্যেটা নিজেদের ইচ্ছামতো এনজয় করেছে … আজকে যে ওদেরই দিন। অবশ্য একজন পুংলিঙ্গের উপস্থিতি এখানে আছে … ইন্দ্রাণীর ছয় বছরের ছেলে ঋক্। কিছুতেই তাকে বাড়িতে রেখে আসা যায়নি … অনেক রাগারাগি আর কান্নাকাটির পর অবশেষে ইন্দ্রাণী হার মেনেছে … হাসাহাসি মুখে মা’র হাত ধরে ঋক্ উপস্থিত নারীদিবসের পার্টিতে।

আজকের পার্টির জন্য সবাই সমপরিমাণ চাঁদা দিয়ে খাবারের প্যাকেট আনিয়ে নিয়েছে হোটেল থেকে। সাতটি প্যাকেট রয়েছে টেবিলে। শালিনী বলে, ও বাড়ি ফেরার পথে তৃষার প্যাকেটটা পৌঁছে দেবে তৃষাকে। সবার হাতে হাতে প্যাকেটগুলো দিতে থাকে রুমি। ঋক্ বলে, “আমাকে একটা প্যাকেট দাও”। সবাই একটু অপ্রস্তুত হয়। এক্সট্রা প্যাকেট নেই। সবথেকে অপ্রস্তুত হয় ইন্দ্রাণী। ছেলেকে নিজের প্যাকেটটা দেখিয়ে বলে, “এটা তো তোমার। এটা তুমি খাবে”।

ঋক্ বলে, “না, ওটা তোমার। আমার আর একটা চাই”। ছেলের অসভ্যতায় ইন্দ্রাণীর মাথা গরম হয়ে যায়। কিন্তু চড় খেয়েও ঋকের জেদ কমে না। ইন্দ্রাণীর কোনো আপত্তি না শুনে তৃষার জন্য রাখা প্যাকেটটা ঋকের হাতে দেয় রুমি। ঋক্ যে সবার সামনে এইভাবে হ্যাংলামো করবে ভাবতে পারেনি ইন্দ্রাণী। গাড়িতে উঠে রাগ আর কান্না চেপে ভাবে, সে ছেলেকে কোনো সহবতই শেখাতে পারেনি, আজ বাড়ি ফিরে উপযুক্ত শিক্ষা দিতে হবে ঋককে। 

কলিংবেল বাজতেই দরজা খুলে দেয় রাতদিনের কাজের লোক সীতা। ঘরে ঢুকে ব্যাগটা টেবিলে রেখে ছেলেকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য ছেলের দিকে তাকিয়ে দেখে, ঋক্ হাসি হাসি মুখে খাবারের প্যাকেটটা সীতার হাতে তুলে দিয়ে বলছে, “হ্যাপি উইমেন্স্‌ ডে”।

লেখিকা পরিচিতি

 

 

জয়তী ধর (পাল)

স্কুল শিক্ষিকা 

ভালোলাগা — বই পড়া, ছবি আঁকা, গান শোনা।

Author

Du-কলম

Join the Conversation

Leave a Reply to Jayati Pal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!