কবিতারকমারি

সৌরভ

তনিমা কর


রাজপাট নেই তবু নাম মহারাজ,
মাথায় শোভা পায় ক্রিকেটের তাজ৷
সৈন্যসামন্ত নয় দশজন সহ খেলোয়াড়,
যুদ্ধজয়ে রাজার প্রধান হাতিয়ার৷
ব্যাট ও বল রাজার একমাত্র অস্ত্র,
প্রতিপক্ষ তাতেই সদা সন্ত্রস্ত৷
বীরবিক্রমে রাজা দেশবিদেশ ঘোরে,
তাঁর প্রতাপ দেখে সবাই জয়জয়কার করে৷
বেশ কিছু স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী,
নির্বাসনে পাঠায় রাজাকে করি তড়িঘড়ি৷
ঐকান্তিক চেষ্টা ও নিজ ক্ষমতা বলে,
পুনরায় রাজা তাঁর রাজ্য ফিরে পেলে৷
পরিশ্রমী মানুষের ভাগ্য সহায়,
রাজার পুনরাগমনে তা প্রমাণিত হয়৷
বেঙ্গালুরুর মাঠে অমূল্য দ্বিশতরান,
রাজার মুকুটে করে কোহিনূর প্রদান৷
নিন্দুকদের সমালোচনা ও কটাক্ষের জবাবে,
মহারাজের ব্যাট চলে দুরন্ত বেগে৷
যতদিন আকাশে চন্দ্র সূর্য থাকবে,
ক্রিকেট ইতিহাসের পাতায় তাঁর নাম থাকবে৷
বিশ্বক্রিকেটের তিনি গৌরব,
মহান এই রাজার নাম সৌরভ।।


তনিমা কর

গৃহবধূ সাংসারিক দায়িত্বপালনের সাথে সাথে ছন্দ স্বল্পসময় নিজের সাথে কাটানো যার পথ নিতান্তই সাধারন – কখনো কবিতা লেখা, শব্দছক সমাধান করা বা কখনো গান শোনার সাথে গুনগুনিয়ে সুর মেলানো৷

 

 

 

 


 

Author

Du-কলম

Join the Conversation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!