Home সাহিত্য ও সংস্কৃতি শৈশবের স্মৃতিকথা
সাহিত্য ও সংস্কৃতি

শৈশবের স্মৃতিকথা

লেখিকা : পাপড়ি দত্ত


আমি তখন পঞ্চম শ্রেনীর ছাত্রী, দুই দেশের মধ্যে লড়াই শুরু হলো; কিন্তু আমি বলব যুদ্ধ।

বাড়িতে যতগুলো জানালা দরজার frame-এ ছিল স্বচ্ছ কাঁচ, সব ঢেকে দিলাম গাঢ় নীল রঙে। ভেতর ঘরেরগুলো আবার খবরের কাগজে। সরকার থেকেই আদেশ ছিল তবে আমাদের উত্তেজনা ছিল খেলাকে ঘিরে যা কিছু করা যেতে পারে। রাতে candle light dinner! এখন ভাবলেই রোমাঞ্চকর লাগে। লাইট সুইচ no no। লণ্ঠন, মোমবাতির আলোয় উদ্ভাসিত হয়ে উঠত বাড়ির ভেতর। তবে বেশি আলো হলেই মুশকিল………মা চেঁচিয়ে উঠত, “বন্ধ কর, আলো বাইরে থেকে দেখা যাচ্ছে।” তখনকার নূতন শব্দ Siren, Black out আজও কানে ভাসে। স্কুল থেকে এসেই বাড়ির সামনের ছোট্ট মাঠে চলে যেতাম থাকত সাথে বন্ধুরা। শুরু হতো trench-এর কাজ। উফফফফ!

গর্ত তো অনেকখানি খুঁড়ে ফেলেছিলাম। আমরা তৈরি থাকতাম যদি বোমা পড়ে তাহলে আমরা সবাই এখানেই মুখ লুকিয়ে বসে থাকব। তাতেও অদ্ভুত উত্তেজনা। খেলা খেলা করেই কাটিয়ে দিতাম। আহা কি সুন্দর ছিল আমার ছোটবেলা। সেই যুদ্ধে আমরা জিতে গিয়েছিলাম।

(নেহেরু জি আমাদের স্কুলের PT show (National Stadium) তে chief guest ছিলেন 1961 সালে।)

Author

Du-কলম

Join the Conversation

  1. এটা একদম অন্যরকম অভিজ্ঞতার গল্প। ভালো লাগলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!