প্রবন্ধসাহিত্য ও সংস্কৃতি

প্রসঙ্গ :— Du~কলম

সুবীর ঘোষ

আজকের এই পরিবেশেও আমাদের হাতে এসে পৌঁছোয় Du~কলম প্রিন্টেড ম্যাগাজিনটির একটি অন্যতম বিশেষ রিভিউ। মুখে হাসি ফুটে ওঠে সকলেরই।  এই যন্ত্রণাদায়ক পরিবেশের মধ্যে নতুন করে উৎসাহ দেওয়ায় টীম Du~কলম শ্রী সুবীর ঘোষ মহাশয়ের কাছে চির কৃতজ্ঞ। আপনারা যাঁরা এই রিভিউ টি পড়বেন, তাঁরাও নিজস্ব মতামত জানালে আমরা চির কৃতজ্ঞ।

নিউ দিল্লী থেকে একটি মুদ্রিত পত্রিকা ক্যুরিয়ার-বাহিত হয়ে এসে পৌঁছাল। নাম, Du~কলম। পত্রিকার নামটি বেশ অভিনব। দু’কলম হলেও খারাপ কিছু হত না। সুস্মিতা দে রয়-এর করা প্রচ্ছদটি বেশ মন কাড়ে। সম্পাদক – সুদেষ্ণা মিত্র। Du~কলম আসলে ব্লগ ম্যাগাজিন এই প্রথম তাঁরা মুদ্রণমাধ্যমে গেলেন।  পত্রিকাটিতে গল্প, প্রবন্ধ, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি, কবিতা, ছোটদের গল্প,  রান্নাবান্না  প্রভৃতি নানা বিভাগের রচনা সংযোজিত হয়েছে। সংখ্যাটির ছাপা, বাঁধাই ভালো।  হাতে নিয়ে আনন্দ পাওয়া যায়।

প্রায় সব কবিতাই সুখপাঠ্য । তবু আমার বিচারে কিছু ভালো-লাগা পংক্তি তুলে ধরছি—

১) নির্ভরশীলতার ক্ষমা ভরা হাত সরে যায় দূরে। — অপর্ণা দেওঘরিয়া।

২)  সংহত গাছ , স্থির নিশ্চিত একা ! / ঘাসের শিকড়ে বোবা ইতিহাস লেখা, / কাহিনির স্পৃহা ব্রতকথা হয় যেমন … / তেমন জীবনে বাহিত দয়াল রেখা। —পার্থপ্রতিম আচার্য।

৩) পথের উপর পা / কোথায় যাবে পথিক? — শ্যামল শীল।

৪) মায়া, অনুভূতি, স্মৃতি নিয়ে এভাবেই বেঁচে থাকে তোমার আমার সবার ড্রইংরুম। — রোনক বন্দ্যোপাধ্যায়।

৫) প্রতারিত হওয়া প্রেমিকার অন্তহীন কান্নার সান্ত্বনা এই কবিতা —শিবানী বিশ্বাস।

শৈবাল কুমার বোস-এর প্রবন্ধ “আলীনগরে অন্ধকূপ হত্যা” একটি চমৎকার লেখা, যদিও বিষয়টি বহু–আলোচিত। তবে আমাদের বিগত ইতিহাসের দিনগুলি যার মধ্যে আমাদের গ্লানি ও পরাজয় নিহিত আছে, তা আমাদের বারবার জানা দরকার।

রণজিৎ গুহ-র ভ্রমণ কথা  “দরাপ গ্রামে মহাভোজ” একটি অত্যন্ত সুখপাঠ্য রচনা। প্রচলিত ভ্রমণকাহিনি নয়। অথচ ভ্রমণ মিশে আছে রচনাটির মর্মমূলে। সিকিমের এক গ্রামের জীবনধারার অনেক পরিচয় তুলে ধরে লেখাটি। পাহাড়ি যাপনের সঙ্গে আমরা অনেকেই অভ্যস্ত নই লেখক কিন্তু বেশ সাবলীলভাবে  পাহাড়ের দৈনন্দিনতাকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। লেখাটি নিছক যাত্রাপথ ও দর্শনীয় স্থানমাহাত্ম্য বর্ণনার মধ্যে সীমাবদ্ধ না থেকে তার সীমানাকে বাড়িয়ে নিয়েছে সামাজিকতা, মানবিক সম্পর্ক, আতিথেয়তার মধ্যে। লেখাটি স্বচ্ছন্দ গতিতে এগিয়েছে সঙ্গে মিশে আছে লেখক শ্রী গুহ-র রসবোধ ।

পত্রিকাটিতে ছোট বড় মিলিয়ে ২০টি গল্প আছে। সবই পড়েছি, তবে সব গল্প নিয়ে আলোচনা করতে গেলে পরিসরে টান পড়বে। পাঠক নিজে নিজে গল্পগুলি পড়ুন। গল্পকারেরা গল্প লেখার ব্যাপারে খুব যত্নশীল, নিবেদিত এটা বোঝা যায়। বিভিন্ন গল্পের আদলে মিশে আছে ভ্রমণ , স্মৃতিকথা , প্রেম ও মানুষের অন্যান্য যাপনের সুলিখিত খণ্ডকথা ।

পত্রিকাটি বারবার মুদ্রণমাধ্যমে প্রকাশিত হোক্, এই কামনাই করি।

Author

Du-কলম

Join the Conversation

Leave a Reply to Du-কলম Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!