Home কবিতা, রকমারি অপ্রকাশিত স্মৃতিকথা
কবিতারকমারি

অপ্রকাশিত স্মৃতিকথা

রোনক বন্দ্যোপাধ্যায়


আজ অনেকদিন হলো বৃষ্টি দেখিনি,
মনের কোণে জমে থাকা মেঘ ঝরে পড়েনি দু’চোখ বেয়ে;
অন্তঃপুরের চাতক এখনও পিপাসা মেটানোয় অপেক্ষারত,
স্মৃতিগুলো দূরপাল্লার ট্রেনে চলে গেছে বহুদূর।

যা কিছু শুভ,যা কিছু আনন্দ সবই আস্তানা গেড়েছে নীরবতার ঠিকানায়
কলরব ও উন্মাদনা পুড়ে ছাই হয়ে গেছে অবলীলায়;
সৃজনতা ও সৌজন্য ছিন্নমূল উদ্বাস্তুর তালিকায়,
অনুভূতির দল অন্ধ ভিক্ষুকের মতো ছুটেছে এ প্রান্ত থেকে ও প্রান্তে।

ওই যে দূরে বাঁশবনের অন্ধকারে,
মশাল জ্বালিয়ে শান্তির দাবি জানিয়েছে ওরা
অবিশ্বাস ও সন্দেহের কাছে মাথানত করেছে ফ্যারিস্তা;
রক্ত-মাংসের হৃদপিন্ড স্পন্দন থামিয়ে নিশ্চল।

রঙের অভাবে প্রতিকৃতিগুলো ধূসর বর্ণ,
রাস্তার রকে কত নতুন গান, জীবনমুখী আড্ডা প্লুটোর মতো অস্তিত্বহীন
পোড়া ডিজেল ও স্ট্রিটলাইট নিয়নবাতির নষ্টালজিয়াকে করেছে বিনষ্ট
গ্ৰামোফোনের আভিজাত্য হারিয়ে গেছে মেমরি কার্ডের বিলাসীতায়।

গোধূলির রাঙা আকাশ প্রকৃতি চেতনায় সুড়সুড়ি দেয়না,
মহুলবনের গন্ধ নেশা লাগায় না আর;
গোলাপের পাপড়ি ভালোবাসা শেখায় না এখন,
রূঢ় বাস্তবের বর্বরতায় সবই আজ অপ্রকাশিত স্মৃতিকথা।।

Author

Du-কলম

Join the Conversation

Leave a Reply to SRIJIT MITRA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!