কবিতারকমারি

কথকতা

সুকন্যা ভট্টাচার্য্য

শালবনী গ্রামে শাল-পিয়ালের নামগান, আর বুনো শুয়োরের  ঘোঁৎ ঘোঁৎ।
জগ মাঝি বলেছিল জড়ো হতে
আগুন শালে।
দাঁড়ায় দাঁড়ায় নাচগান।
এসব দিনে খাওয়ার সুখ।  
চাল, ডাল,মুরগী খিচুড়ি খেয়ে বাড়ি যাওয়ার পথে এমন ঝকমরি যে বাড়িটাই হারাই গেল।
ঘরটা সাদা চাদরে ঢেকে চাঁদ মিটিমিটি হাসছিল।
সারারাত বাড়ি খুঁজছি…
ঠান্ডা হাওয়ায় শুকনো পাতা কিরকির করে রাস্তায় গড়াগড়ি দিল।
পাতা ভেঙে যাওয়ার মরমরে খুনসুটি এখন শোনার সময় নাই,
শিয়াল কোথাও ডেকে চলেছে বারবার । 
হিম হিম গন্ধ..।
আমার টুহুল টুহুল পা সারারাত তোমার হাত খুঁজে চলেছে।

Author

Du-কলম

Join the Conversation

Leave a Reply to SRIJIT MITRA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!