Views:
1,111
জয়তী ধর (পাল)
অন্ধ
———–
নিমেষে অন্ধ আমি –
অন্ধকার ঢাকলে তোর মুখ ,
শূন্য এ চোখে দেখি –
সূর্যের দুরন্ত অসুখ ।
আহ্বান
————–
দুয়ার ভাঙ্গা প্রলয় ঝড়ে-
তোমার আহ্বান,
চৌকাঠেতে আটকে থাকে-
নীরব অভিমান ।
সমর্পণ
———————-
সমর্পণ এক পরশ পাথর,
একবার ছুঁলে মন ,
সোনালী আলোর স্রোতে
ভাসে হৃদয় অনুক্ষণ।
কর্ষন
—————
বৃষ্টি মাখা মেঘ গায়–
ফসলের আগমনী,
নোনা জলের শ্রাবণ ধারায়
সবুজেরই হাতছানি ।
চাওয়া
—————-
সেইভাবে চাইলেই –
একটুকরো আচ্ছাদন অসীম আকাশ
অনন্ত নক্ষত্রলোকে মিশে যায় ছাদ
বয়স
——–
আমার মুখের বলিরেখায়
নেইতো বয়স লেখা,
বয়স বেড়েছে ততবার
যতবার ভালবেসে হয়েছি একা।
লেখিকা পরিচিতি
Bahh!
Asadharon….❤❤❤