বুদ্ধং শরণং গচ্ছামি 
প্রেম ও অহিংসাকে যিনি প্রকৃত অর্থে ধর্ম বলে মানেন।
যিনি মানবতাবাদকে প্রকৃত ধর্মের ভিত্তি হিসাবে জানেন।
এই অশান্ত পৃথিবীতে তিনিই প্রকৃত ধার্মিক ব্যক্তি।
প্রকৃত ধর্মবোধ শুধু তারই আছে।
বৌদ্ধ ধর্ম শুধু এই সার সত্যের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে।
শুভঃ বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা জানাই।