Home রান্নাবান্না, প্রবন্ধ ভাপা সন্দেশ ~ সোমা সেনগুপ্ত
রান্নাবান্নাপ্রবন্ধ

ভাপা সন্দেশ ~ সোমা সেনগুপ্ত

সোমা সেনগুপ্ত

উপকরণ

  • 1 লিটার দুধ
  • 3 টেবিল চামচ গুঁড়ো চিনি
  • 2 টেবিল চামচ ভিনিগার

প্রণালী

  • প্রথমে দুধটা ফুটিয়ে নিয়ে হাফ কাপ জলে ভিনিগার মিশিয়ে ধীরে ধীরে দুধের সাথে মেশাতে হবে I
  • দুধ কেটে ছানা হয়ে গেলে তারপর দু-তিন মিনিট রেখে সুতির কাপড়ে ছেঁকে নিতে হবে I
  • তারপর ছানাটা কাপড় শুদ্ধ ভালো জলে ধুয়ে চিপে চিপে জল বার করে দিতে হবে I
  • মিক্সিতে ছানা, 3 টেবিল চামচ গুঁড়ো চিনি হাফ কাপ দুধ দিয়ে ভালো করে মেশাতে হবে I
  • তারপর একটা ছড়ানো বাসনে ঘি মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিতে হবে আর এর ওপর থেকে জাফরান ছড়িয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পাত্রটা ঢেকে দিতে হবে I
  • গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ে একটু জল দিয়ে তার মধ্যে একটা অ্যালুমনিয়ামের ছোট জালি বসাতে হবে I
  • যখন টগবগ করে ফুটবে তখন ছানার পাত্রটা কড়াইয়ে বসিয়ে ঢাকা দিয়ে 45 মিনিট গ্যাসের ওপরবসিয়ে রাখতে হবে একদম কম আগুনে এবং খেয়াল রাখতে হবে মিষ্টির বাসনে যেন জল না ঢোকে I
  • গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে ফ্রিজের থেকে এক ঘন্টা পর বার করে সুন্দর করে পিস করে কেটে নিতে হবে তাহলেই ভাপা সন্দেশ তৈরি হয়ে যাবে I
লেখিকা পরিচিতি

 

 

 

 

সোমা সেনগুপ্ত

আমি একজন সাধারণ গৃহবধূ। রান্না করা আমার শখ। আমি রান্না করতে আর লোকজনকে খাওয়াতে খুব ভালোবাসি। অবসর সময়ে আমি বই পড়তে খুব ভালোবাসি।

Author

Du-কলম

Join the Conversation

    1. ধন্যবাদ আপনাকেও। এতো সুন্দর একটি রেসিপি দেওয়ার জন্য। ভবিষ্যতে এমন সুন্দর আরোও অনেক কিছু পাওয়ার আশা রাখলাম আপনার কাছ থেকে।

Leave a Reply to Du-কলম Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!