Home কবিতা, রকমারি অপশৃঙ্খল
কবিতারকমারি

অপশৃঙ্খল

কুসুমিকা সাহা


 

বিকেলের ছায়াপথে ফেলে আসা একটা আস্ত চুপদুপুর
আর কিছু অগোছালো শব্দকে, কবেই তো
বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করেছি,
আমার নিশ্চিন্ত নিরাপদ ঠান্ডাঘরের ভেতরে।

এক আঁজলা শিউলি ফুলের সমর্পণ
ভুলেছি বিসর্জনের সিঁদুর গালে মেখে
সম্মতি দিইনি সন্ধিপুজোর আপোসে
বয়ঃসন্ধির বেপরোয়া আমি কে,
দূর থেকে দেখা ছাইচাপা আগুন আর অপরিচিত উষ্ণতা
সব ঢেকে ফেলেছি
দামী ব্ল্যাঙ্কেটের অ্যান্টিক ওমে।

তবু…
আজও ফাগুন আগুনে রাঙ্গে না
স্মৃতি হাতড়ায় দুটো দ্বিধাগ্রস্ত হাত,
উন্মুখ কপোল ছুঁতে না পারার সে সম্ভ্রম দূরে ঠেলে দেয় বাকী সব ছোঁয়া।

কিছু জেগে থাকা রাতের বাঁকাহাসিতে
আঙ্গুলের ফাঁকে লেগে থাকার
ঋণশোধের মুঠোখই
নবান্নের নতুন ব্যথা হয়ে ফিরে আসে
নতুন জ্বালানিতে জেগে ওঠে কোনও অপাপবিদ্ধ অপেক্ষায়।

তারপর এক ঝুমবৃষ্টির রা্তে
চোখের পাতা ভিজে উঠলে
বিস্ময় প্রশ্ন করে
ফুরিয়ে যাওনি প্রেম, এখনও?


কুসুমিকা সাহা

 

সারাদিন কাটে সংসারের নানা কাজে।
লেখা আর গান তার ভালোবাসা।
সিনেমা দেখতে এবং তার পর্যালোচনা করা তার অন্যতম শখ।

 


Author

Du-কলম

Join the Conversation

  1. Khub e sundar ekti kabita. Shabder chayan o proshangsar dabi rakhe. Likhte thako ar mon bharate thako. Tumi sambodhan korlam bole kichhu mone korona please. Anjan

  2. কিছু মনে করিনি, ভালো লাগল বরং খুব..শ্রদ্ধা জানবেন

Leave a Reply to Anjan Bose Chowdhury Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!