Home বিবিধ, প্রবন্ধ এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়
বিবিধপ্রবন্ধ

এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়

লেখিকা: সুমনা চন্দ

 


।। ১ ।।

আগে সকালে  উঠে বুকের কাছে হাত জোড় করে ঠাকুর নমো করে দিন শুরু করতাম।

আর এখন ?

সকালে ঘুম ভাঙলে প্রথমেই মাথায় আসে ঘরটা আগে ঝাড়বো না আগে চা জলখাবার এর পাট মিটিয়ে ঘর ঝাড়ার কাজে হাত দেবো। তারপর, এক এক করে কাজের লাইন তো লেগেই আছে। এক কাপ চা খেতে হলেও ভাবতে হয় কাপটা ধুতে হবে। এমনিতেই কাজ বেড়ে গেছে এমন, যা কেনো, যা ধর, আগে হাত ধোও, কেনা জিনিসগুলো ধোও, রোদে দাও, উফফ!!  কেউ কি ভাবতে পেরেছিলাম মাস দুই আগেও; কি হতে চলেছে !! কি ভাবে আমাদের জীবন বদলাতে চলেছে। এই যে হিসেব করে জিনিস কেনা, একটু বেশি কিনে রাখলে আগামী কটা দিন হয়তো আর বেরোতে হবে না, আবার তার পাশাপাশি পকেট!! সেটাও একটা চিন্তা।

 

।। ২ ।।

মধ্যবিত্ত পরিবারে নানা চিন্তা, আশঙ্কা  মাথায়  ঘুরতে থাকে। জীবনটা যেন  থমকে  গেছে। সকালে উঠে মেয়ের স্কুলে যাওয়ার তাড়া নেই। ওর স্কুল ব্যাগ, ইউনিফর্ম  কোথায় কোন কোনায় যে পড়ে আছে গত এক মাসে তার খোঁজ পড়েনি। স্কুল নয়, তবে অনলাইনে পড়া চলছে। আচমকা সবার মুখে জুম আ্যপের কথা। পড়া, টিউশন, নাচ – সব অনলাইন। ভার্চুয়াল জগৎটা হঠাৎ বেশি সক্রিয় হয়ে গেছে যেন।

অফিস নেই, ওয়ার্ক ফ্রম হোম এখন, ঘুরে ঘুরে বেড়ানো নেই, বন্ধুদের সাথে দেখা নেই, বাইরে খাওয়া নেই। সকলেই একটা বদ্ধ জীবনের ঘেরাটোপে আবদ্ধ। বিকেল হলে একটু ছাদে ঘুরতে পারলেই এখন আমরা ধন্য। চাহিদা কত কমে গেছে ভেবেও ভালো লাগে, অবাকও হই, কত কমে চালিয়ে দিতে পারি সেই ভেবে নিজেরাই নিজের পিঠ চাপড়াই। আসলে পারি, আগেও হয়তো পারতাম, কিন্ত চেষ্টাই করিনি সে ভাবে। জীবনে চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আসলে আমরা নিজেদের কবেই যেন একটা ঘেরাটোপে বন্দী করে ফেলেছি। চাহিদার ঘেরাটোপ, মেকি স্ট্যাটাসের ঘেরাটোপ। বিকেলে ছাদে উঠে সূর্যাস্তটা যে সত্যিই দেখার আর অনুভব করার মতো একটা ব্যাপার ভুলেই গেছিলাম। এই বন্দী জীবন আর কিছু না করুক আমাকে আমার মিথ্যে মেকি জীবনের বন্দী দশা থেকে মুক্তি দিয়েছে … হোক না তা সাময়িক … তবু তো তা মুক্তি … তার মুল্যই বা কম কি!!

সমাপ্ত

 


সুমনা চন্দ

 

বাবার ইচ্ছেয় শান্তিনিকেতনে পাঠভবনে ভর্তি হওয়া ক্লাস থ্রিতে। কিন্তু শরীর বেগড়বাই করায় পরে আবার ওখান থেকে এসে ভর্তি হই ক্রাইস্ট চার্চ গার্লস হাই স্কুলে ক্লাস সিক্সে। সেখান থেকেই মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক সরোজিনী নাইডু কলেজ থেকে। তারপর গ্র‍্যাজুয়েশন সংস্কৃত কলেজ থেকে। বিষয় প্রাচীন ভারতীয় ইতিহাস আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ওই একই বিষয়ে … আপাতত  গৃহিণী। শখের আবৃত্তি চর্চা একটু আধটু করি।


 

Author

Du-কলম

Join the Conversation

Leave a Reply to Mahuya Haldar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!