Home কবিতা, রকমারি দুটি কবিতা কবিতারকমারি দুটি কবিতা By Du-কলম Posted in কবিতা, রকমারি Posted on November 21, 2021 Views: 315 নিবিড় সাহা অন্ত্যমিলচলতে গিয়ে নদী, যদি পথ হারায়বা, অন্তরাতে শব্দ কিছু কম আছেএকলা সাগর মোহনাতে রোজ দাঁড়ায়ফিরবে নদী শব্দ নিয়ে তার কাছে।কেউ জানে না কেমন করে ভাঙবে কাচউড়বে ধূলো জমে থাকা যন্ত্রণায়চুপি চুপি কোন উনুনে জ্বলছে আঁচহাত সেঁকতে বেলা শেষের সান্ত্বনায়।কোন দোষে তে অভাবী হয় শব্দকোষকিসের খোঁজে উড়তে গেছে শঙ্খচিলরাতের কাছে হার মেনেছে সে আফসোসবালিশ জানে কোথায় আছে অন্ত্যমিল।। সাদানীল আকাশ জুড়ে সাদা মেঘ ভেসে আছেমাঠে প্রান্তরে সাদা কাশফুল ভরা,কত চোখ জানে, সাদা হয় শুধু ভাতইকত ঘরে আজ উৎসব মস্করা।যখনি সে কথা বলেছি তোমার কাছে,সাজানো হেঁসেলে যখনি নেড়েছি কড়া,প্রতিবার শুধু কাটা গেছে সেই হাতই,সাদা কাপড়ের মোড়কে ঢেকেছে উদ্ধত প্রশ্নরা।। Previous Post Next Post