Home Paintings চিত্রকলা প্রদর্শনী
Paintings

চিত্রকলা প্রদর্শনী

Time in the Pressure

(Mixed Media on Paper)
Artist : Sudeshna Malakar

আমার ছবিতে সময়ই ঐতিহ্য, সময়ের প্রতীক বাংলা ক্যালেন্ডার যা আধুনিক সময়ের চাপে আজ হাঁসফাঁস করছে। ঠিক এই অনুভূতিটিকেই প্রকাশ করার জন্য প্রেশার কুকারের ব্যবহার করা হয়েছে।

বহমান সময়

(Acrylic on Paper)
Artist : Sudeshna Malakar

সময়ের সাথে মিশে থাকে ঐতিহ্য। আমার ছবিতে সময়ের প্রতীক হিসেবে এসেছে বাংলা ক্যালেন্ডার। আধুনিকতার চরম স্বাক্ষ্য মিডিয়া, খবরের কাগজ তারই প্রতিফলন। এভাবেই ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন দেখাতে চেষ্টা করেছি, এছাড়াও বাংলা ক্যালেন্ডার ক্রমশঃ হারিয়ে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ণের জন্য পৃথিবীর হাতে সময় বড় কম – এই ভাবনাগুলিও ছবিতে আনার চেষ্টা করেছি।

ঐতিহ্য ও আধুনিকতা

শিল্পী : শতাব্দী মুখার্জী

বৃক্ষটি ভাবছে বসে
বহুদিন ধ’রে;
একাধারে তার ডাল-পাতা,
শাখা-প্রশাখা ঐতিহ্য
বহন করে;
আর, অন্যদিকে তার অগুনতি রঙ-বেরঙের ফুল
খিলখিলিয়ে হাসে
আধুনিকতার বাহক হয়ে!

ভাবে সে চোখ বুজে!
কোনোদিন কি এমন কেউ
পথিক আসবে না,
যে শুধুই মুগ্ধতা নিয়ে
ঐতিহ্য ও আধুনিকতাকে
মিলিয়ে দিয়ে জীবনানন্দের
ভাষায় বলবে —–
“চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা;
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য!”

বৃক্ষটি অধীর অপেক্ষা নিয়ে
ভেবে চলেছে আজও!

বারাণসী ঘাট

(Water Colour Painting)

শিল্পী : দুলাল প্রামাণিক

দুলাল প্রামাণিক ১৯৮৪ সালে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে MFA করেছেন।

গণেশ

(Acrylic Colour)
শিল্পী : পুষ্পিতা বরাট

নারী

(কোলাজ)
শিল্পী : পুষ্পিতা বরাট (BFA, 1987)

গুণী মানুষ, যাঁরা কালের সীমা অতিক্রম করে সমাদৃত সকলের কাছে।
রং আর তুলির আঁচড়ে তাঁদের জানাই শ্রদ্ধা।

শিল্পী : মুনমুন মুখার্জী

সন্ধ্যা মুখার্জী (পেনসিল স্কেচ)
লতা মঙ্গেশকর (জল রং)
ভারতের ঐতিহ্য ও আধুনিকতা

শিল্পী : মহুয়া বসু

TITLE  :  RAAGINI (CLASSICAL DANCER)
MEDIUM  : ACRYLIC ON MOUNT BOARD
SIZE : 22″ / 18″ INCHES 

TITLE : ETERNAL LOVERS
MEDIUM : WATER COLOUR ON HANDMADE PAPER
SIZE : 20″ / 16″ INCHES 

Author

Du-কলম

Join the Conversation

  1. চিত্র প্রদর্শনীর আয়োজন খুব সুন্দর করে করা হয়েছে। Du-কলম কে আমার অনেক শুভকামনা জানাই।

Leave a Reply to Pushpita Barat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!