Home সম্পাদকের পছন্দ ‘কে জন্মায়, হে বৈশাখ’ – জয় গোস্বামী – বাংলা কবিতা আবৃত্তি
সম্পাদকের পছন্দ

‘কে জন্মায়, হে বৈশাখ’ – জয় গোস্বামী – বাংলা কবিতা আবৃত্তি

 

কবিতা:  ‘কে জন্মায়, হে বৈশাখ’

কবি – জয় গোস্বামী

কন্ঠ : রূপসা ঘোষাল

‘কে জন্মায়, হে বৈশাখ’
– জয় গোস্বামী

রৌদ্রদিন তোমার গান বৃষ্টিদিন
অন্ধকার বনের পথ শালপিয়াল
শালপিয়াল ধূলিধূসর ফুলগুলি
দলবেঁধে ইস্কুলের রিহার্সাল
কোথায় আজ দিন কাটে? ভোরবেলায় মায়ের চোখ
চোখের জল
ছোটবেলায় স্কুলপোশাক, নদীর ধার, বেলতলা
শ্যামসবুজ মফস্বল
ও রাঙা পথ, ও ভাঙা পথ দেশছাড়া
মনে রাখিস, তোরা এসব মনে রাখিস
পথে এখন নতুন বিষ। ছোট্ট থেকে বড় হওয়ার
নতুন বিষ, পুরোনো বিষ
মনে রাখিস
কেউ কি বিষ ধুইয়ে দেয়, রৌদ্রদিন ?
বৃষ্টিদিন মুছিয়ে দেয়? একটি লোক
ঘুরে বেড়ায়, মিলিয়ে যাওয়া এক বালক
এই পথেই ঘুরে বেড়ায়, ধরে বাতাস
হাওয়া মুঠোয় সে উড়ে যায়
সে উড়ে যায়
পচাপুকুর, কলোনিমাঠ, রেললাইন
খুনখারাপ মফস্বল
ঘরে ঘরে ছেঁড়া চটির টিউশনি
শ্যামলীদের মাধবীদের গান শেখা
লন্ঠন আর মোমবাতির রাত জাগা
খোকনস্যার, স্বপনস্যার, স্বপ্নাদি–
সবার গায়ে ছড়িয়ে দেয় নিজের গান
সেই গানের রং লাগায়
গরিব সব বাপমায়ের চোখের জল
রৌদ্র পায়, বৃষ্টি পায়…
রৌদ্র নিয়ে বৃষ্টি নিয়ে, প্রতি বছর
সবার চোখ আড়াল দিয়ে, প্রতি বছর
কে জন্মায়, হে বৈশাখ,
কে জন্মায়?

 

নেপথ্য সুরের ঋণ: https://youtu.be/B69yFmLmnAg



রূপসা ঘোষাল

একটি স্কুলে বাংলা পড়াই। নাচ, গান, কবিতা আমায় ঘিরে থাকে সবসময়েই। ভালোবাসি ভালোবাসতে আর ভালোবাসা পেতে। যে কোনো ভাষার সাহিত্যই আমায় টানে। তবে যে ভাষায় ‘আসি’ বলেও চলে যাওয়া যায় সে ভাষার আকর্ষণ অন্যদের তুলনায় সামান্য বেশিই অনুভব করি।

 

 

 


 

Author

Du-কলম

Join the Conversation

Leave a Reply to kusumika saha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!