Home বিবিধ শারদীয়া Du~কলম ।। ১ম বর্ষ ।। ১৪২৭ (2020)
বিবিধ

শারদীয়া Du~কলম ।। ১ম বর্ষ ।। ১৪২৭ (2020)

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

Tutorial for Flip Book Reading / শারদীয়া Du~কলম পড়বার পদ্ধতি

Author

Du-কলম

Join the Conversation

  1. Great!! Was eagerly waiting for this post. Just read the excellent poem written by Late Kanika Mitra (our dear Didi). Will surely enjoy reading the remaining stories. Super effort. This is just the beginning for Du Kalom. Wishing the editorial team and those who are regular readers all the best and Shubho Sharodiya. Stay happy and be safe. 🙏🙏

        1. “Jibon” golpoti khoob bhaalo laaglo. Could very well correlate the specifics of 80’s er potobhumikaye lekha ei golpoti. Well done Srijit. Would look forward to more stories from you in future.

          1. এই সিরিজটা আদতে নস্টালজিয়া সিরিজ। বিস্মৃত সময়টাকে সকলের মনে পড়িয়ে দেওয়ার জন্যেই চরিত্রগুলোকে ওই সময়টায় নিয়ে গিয়ে ফেলেছি। ভালো লেগেছে বলে ধন্যবাদ।

  2. অনেক অনেক ধন্যবাদ। বাকি লেখাগুলি সম্বন্ধেও আপনার মূল্যবান মতামত একান্ত প্রার্থনীয়।

    1. সৃজিত্‌ মিত্রের লেখা ‘জীবন’ পড়লাম। অসাধারণ লাগল। পরের লেখার অপেক্ষায় থাকলাম।

  3. সৃজিত্‌ মিত্রের লেখা ‘জীবন’ পড়লাম। অসাধারণ লাগল। পরের লেখার অপেক্ষায় থাকলাম।

    1. ধন্যবাদ, পুরনো বন্ধু। তোদের উৎসাহ আর আগ্রহই আমার অনুপ্রেরণা।

  4. সত্যি খুব আনন্দ হচ্ছে Du-কলমের শারদীয়া সংখ্যাটিকে দেখে। আজকের এই কঠিন সময়ে আনন্দ পাবার মতো খবর বা ঘটনা খুব একটা এখন ঘটেনা। তার মাঝে আমার জন্য এই সংখ্যা বয়ে আনল একমুঠো খুশির হাওয়া। ধন্যবাদ সম্পাদককে আমাকেও এই আনন্দে সামিল করার জন্য।

  5. নদী সত্যিই মহাদেবের জটা থেকে এসেছে কি না বলতে পারবো না; তবে, গোপা মিত্রের লেখনীর গুণে তাঁর নিজস্ব উপলব্ধি ও অভিজ্ঞতা সাধারণ ভ্রমণকাহিনীর গণ্ডি পেরিয়ে এক অনন‍্যসাধারণ রূপকথায় পরিণত হয়েছে।

    1. আমার অনুভব যে একজনও উপলব্ধি করেছে, সেখানেই আমার লেখার সার্থকতা । এর জন্য তাকে অনেক ধন্যবাদ ।

  6. “গঙ্গা-যমুনার উৎস সন্ধানে” — খুবই প্রাণবন্ত লেখা, পড়ে খুব ভালো লাগল। ব‍্যক্তিগত ভাবে আরও আনন্দ পেলাম কারণ এই ভ্রমণ কালে আমি গোপার সঙ্গী ছিলাম।
    👌👌👌💐💐💐

  7. আমার “মা”য়ের লেখা “মানুষ” খুবই অর্থবহ ও প্রাসঙ্গিক ও বটে। “দু-কলম”কে আমি ধন্যবাদ জানাই।।💐💐💐💐💐

  8. সৃজিত মিত্রের লেখা “জীবন” — এককথায় অনবদ্য।
    💐💐💐👌👌👌

  9. সৃজিত্ মিত্রর ‘জীবন’ এক চমৎকার লেখা । সমাপ্তি তার বুদ্ধিমত্তা র প‍রিচয় দেয় ।

  10. Du kalom টীমকে আমার অনেক অভিনন্দন, তাদের আন্তরিক প্রচেষ্টায় অথচ পেশাদারী দক্ষতায় নবীন লেখক /লেখিকা ও শিল্পীদের রচনায় সাজানো এমন এক চমৎকার পূজা উপহার আমাদের হাতে তুলে দেওয়ায় জন্য। আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার মত এক নভিস্ অপটু লেখিকার ভ্রমণ বৃত্তান্ত নিয়মিত প্রকাশের ঝুঁকি নেওয়ার জন্য ।

    1. আপনার লেখা পড়ে আপনাকে অপটু আখ্যা দেওয়া শুধুমাত্র বাতুলতাই নয়, রীতিমতো অপরাধও। চলার পথে আপনার মতো সুলেখিকাকে সঙ্গী হিসেবে পেয়ে, আমরা নিজেদের ভাগ্যবান বলে মনে করছি।

  11. আড়ালে থাকা গল্পকথা, বুড়িমা, স্পর্শ, বীরাঙ্গনা ও পাসওয়ার্ড প্রশংসার দাবী রাখে।

    1. কনিকা মিত্র র (আমাদের মা) আধুনিকমনস্কতা তার কবিতায় ফুটে উঠেছে ।

  12. পুরো ব্যাপারটাই এক কথায় অসাধারণ! লেখাগুলি পড়ছিলাম সব পরশু থেকে। বেশ ভালো লাগল। এই পত্রিকাটি কি পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করা যায়?

    1. না। ডাউনলোড করা যাবে না। শুধুমাত্র অনলাইনেই পড়তে হবে।

  13. বর্তমান অনিশ্চিত পরিস্থিতিতে দাড়িয়ে “Du-কলম- শারদীয়া সংখ্যা” এক অনবদ্য প্রয়াস, সাধুবাদ জানাই তাদের প্রত্যেককে যাদের আন্তরিক প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হয়েছে। আমার ছোটবেলার বন্ধু শ্রীমান সৃজিত মিত্রের লেখা “জীবন” পড়লাম, সুন্দর গোছান লেখা, সংখ্যা তত্ত্ব অতীতেও অনেক রহস্যের সমাধান করতে সাহায্য করেছে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। প্রিয় বন্ধু কে অনেক অভিনন্দন, পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।

  14. চমৎকার দুটি সমকালীন গল্প ‘পাসওয়ার্ড’ আর ‘বীরাঙ্গনা’ অবশ্যই প্রশংসার যোগ্য । আবেগতাড়িত রচনা ‘ড্রাইভার’ও খুব ভালো ।

  15. ‘জীবন যুদ্ধে রাগিনী’ খুব ভালো লাগলো। লেখিকাকে অভিনন্দন।

  16. Wonderfully narrated travelogue by Mrs Gopa Mitra. Loved reading it. The detailing was apt and gave a feeling of travelling as I went on reading.

    1. Want to share my feelings with the readers .If successful then l feel my success too.
      Thank u.

  17. সৃজিতের ‘জীবন’ খুব ভালো লেগেছে। টানটান রহস্য দানা বেঁধেছে আর শেষে রহস্যের উন্মোচনও চমকপ্রদ। খুব ভালো। well done সৃজিত। শারদীয়া Du-কলম পড়তে শুরু করেছি। খুবই ভালো লাগছে। Du-কলমের সবাইকে ধন্যবাদ আমাদের এত ভালো একটা উপহার দেওয়ার জন্য।

    1. ধন্যবাদ বন্ধু। ভবিষ্যতে তোর লেখাও আমরা চাই।

  18. পড়লাম। খুব ই interesting আর adventurous লেখা। ভ্রমণ আমার অত্যন্ত প্রিয়। খুব ভাল লেগেছে। একদম পাকা আর গুছিয়ে লেখা। এত detailed বর্ণনা praiseworthy.

    1. আমার অনুভব পাঠক উপলব্ধি করলেই লেখা সার্থক বলে মনে করবো । ধন্যবাদ ।

  19. comment লেখা গোপা মিত্রের ‘নদী, তুমি কোথা হইতে আসিয়াছ ।’ লেখা প্রসঙ্গে।

  20. Pradip Kumar Basu 26.10.2020
    Gopa Mitra র গঙ্গা যমুনার উতস সন্ধানে পড়লাম। খুব ভাল লাগল। রোমান্টিক আর সাহসিকতার তারিফ করার মত। পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের আলিম্পনা লেখার মধ্যে খুব ভাল লেগেছে।

  21. প্রথমেই du~ কলমের সব সদস্য কে আন্তরিক ধন্যবাদ জানাই নিরলস প্রচেষ্টা করে এরকম সুন্দর একটা পুজো সংখ্যা আমাদের উপহার দেওয়ার জন্যে, আমার একটু দেরি হয়ে গেল, এজন্য দুঃখিত, সৃজিত এর ‘জীবন’ গল্প টা অসম্ভব ভালো লাগলো, শেষ পর্যন্ত টান টান উত্তেজনা গল্প টাকে আরও আকর্ষণীয় করে তুলেছে, ভবিষ্যতে আরও এরকম কিছু চাই..

Leave a Reply to Jimmy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!