Home কবিতা, রকমারি রবি ঠাকুর, তোমারে প্রনাম
কবিতারকমারি

রবি ঠাকুর, তোমারে প্রনাম

কলমে : ঈপ্সিতা বসু


ক্লাস ফাইভে তখন আমি
পেলাম যেদিন বই,
পাতা উল্টিয়ে গন্ধ নিই
আর নতুনে চোখ ধুই।

বাংলা বই মানে, আছে
গল্প, ছড়া আর কত কবি,
কাকে ছেড়ে আগে পড়ি
নজরুল না রবি!

তবে, জানি না কেন আটকে থাকি
ওই পাতাবাহারের ফাঁকে,
যখন দেখি নতুন কবিতা
যা রবি ঠাকুর আঁকে।

হারিয়ে যাই পূজোর সাজে
আর অমল যখন ডাকে,
দইওয়ালা ও দইওয়ালা
জানলা থেকে গলির বাঁকে।

পঁচিশে বৈশাখে মাইকে শুনি
পাড়ার মাঠে সন্ধ্যায়
মঞ্চ সেজেছে পুষ্পে গন্ধে
গান, নাচ আর কবিতায়।

প্রথম সেদিন শিহরণ জাগায়
নির্ঝরের স্বপ্নভঙ্গ,
“আজি এ প্রভাতে রবির কর”
আহা, কি অপরূপ রঙ্গ!

ভাঙলো যেন সকল কারা
প্রভাত পাখির গানে,
রবি ঠাকুর তোমারে নিলাম এ
জীবনে, মননে, মরণে।।


Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!