আশীষ দাস
বিদায় জানাই পঁচিশ তোমায়, স্মৃতিরা থাক সাথে,
স্বাগতম জানাই ছাব্বিশে আজ, নবীন প্রভাতে।
শ্যামল বরণ রূপের মাঝে তোমায় খুঁজে পাই,
শুভ কামনায় আগামীর এই জয়গান গেয়ে যাই।
ভালোমন্দের দোলাচলে কাটলো একটা বছর,
সুখ-দুঃখের ভাবনায় মোরা গড়েছি আপন ঘর।
তোমার কাছেই শিখেছি মোরা নতুন পথের দিশা,
ভালোবাসায় কাটিয়েছি সব আঁধার রজনীর নিশা।
অপূর্ব এই কুয়াশা ঢাকা রূপসী প্রকৃতি আজ,
স্বপ্নমাখা রাগিনী বাজে, নেই কোনো কলরব সাজ।
ধুলোবালি সব মলিনতা ধুয়ে হোক আজ সাফ,
প্রকৃতির বুকে আসুক শান্তি, ঘুচুক সকল পাপ।
শত কোটি প্রণাম জানাই ওগো নতুন বছর তোমায়,
অপেক্ষাতে আছি মোরা নতুন কিছু শেখার আশায়।
ভাবনাগুলো এক হয়ে যাক, ঘুচুক ভাষার ভেদ,
মনের মাঝে রেখো মোদের, কাটুক মনের খেদ।
মুছে যাক সব গ্লানি, ঘুচুক মনের যত কালো,
ছাব্বিশ সাল বয়ে আনুক শুধুই আশার আলো।
পুরনো স্মৃতির আঙিনা ছেড়ে নতুনের পথে চলা,
ভালোবাসা আর সাফল্যে ভরে উঠুক মনোকথা বলা।।
২০২৬ বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ আর ভালোবাসা।
শুভেচ্ছা রইল!
