Home কবিতা, রকমারি শীতের টিয়া
কবিতারকমারি

শীতের টিয়া

সুবীর গাঙ্গুলী


প্রাণ ঝলসানো রোদ্দুর,
অস্বস্তিকর অপূর্ণ শ্রাবণের মলিনতা,
একটা টিয়া পাখি রোজ আসতো উঠোনে, ক্ষিদে মেটাতো একটু ।
এখনও আসে, মাঝে মধ্যে,,
একটু কুঁকড়ে থাকে যেন,
সবুজ ডানা রঙ হারিয়েছে ।
অবৃষ্টি নয়, একটু শীতল খোঁজে , একটু স্বস্তি, একটু প্রকৃত অগ্রহায়ণ খোঁজে,
জড়তা নয়,একটু ঠাণ্ডা,,,কোমলতা,,,।।
আহত আকাশ, ধোঁয়া, বারুদ, বুক চিরে এরোপ্লেনের তীব্রতা,
পাখিরা ভয় পায় এখন মুক্ত আকাশ।
প্রেয়সীর শ্রান্ত মুখে, কপালের লাল টিপটা
ঘাম মেখে গালে, টিপ টিপ করছে ।
পেটের গভীরে পাথরের ব্যথাটা
রাত কেড়ে নেয়।
মসৃণতা, শীতলতা, উচ্ছলতা,
সব শাব্দিক।
আধার কার্ড আছে তাদের,
আধার আজ আঁধারে।

আমি অথর্ব, একটু শীতলতা দিয়ে সিঞ্চিত করো তাকে,
যে কাঁটা ভরা গাছটি তোমার গোলাপকে ধরে রাখে।
অশ্রুকে শুশ্রূষা দিয়ে শিশির করি এসো,
ঝলসানিকে ঠাণ্ডা মুলতানি মাটি দিয়ে মাখিয়ে রাখি,
সূর্যের হলুদ শরতের নীল দিয়ে,
টিয়াকে সবুজ করি,
একটু শীত দিয়ে বলি,,
হিয়া,,,,,

রঙে থাকুক, পৌষালী মাঘ
ডানা মেলুক, শীত শীত,,

Author

Du-কলম

Join the Conversation

  1. ভালো লাগলো বসন্ত পদাবলী ।।du কলমের তুলি,রামধনুর সাত রঙ দিয়ে খুব সুন্দর ভাবে সাজিয়েছে পত্রিকা । অনেক শুভেছা রইলো । বিশেষ করে শ্রীমতি সুদেষ্ণা মিত্র কে অভিনন্দন জানাই, তাঁর স্বচ্ছল ,অক্লান্ত প্রচেষ্টার জন্যেই এই সুন্দর পদাবলী বসন্তের রঙ নিয়ে এলো মনে প্রাণে ।
    নিজের কবিতা টা পড়লাম । শেষ লাইনটা ” শীত শীত,,শীতের টিয়া” লিখেছিলাম ।
    লেখাটা ঠিক লিখলাম কিনা জানাবেন । 💐💐👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!